latest Post

কিভাবে সহজে bootable Pendrive creat করবেন, Comand Prompt ছাড়া। ১০০% কাজ করবে

আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ।  আশা করি সবাই ভালো আছেন।  আজকের টিউটরিয়ালে সবাইকে স্বাগতম। এই বিষয় নিয়ে আরো অনেকে পোস্ট করেছে মনে হয়। কিন্তু আজ আমি আপনাদেরকে সবচেয়ে সহজ পদ্দতির আলোচোনা করব। তাহলে চলুন দেখা যাক-
১।প্রথমে আমাদেরকে এখান থেকে Rufus এপ্পসটি ডাউনলোড করতে হবে। (সাইজ মাত্র ৯৩২KB)
২। এবার এপ্পদটি ওপেন করতে হবে। ওপেন হলে নিচের চিত্রে দেখানো জায়গা থেকে আপনার Pen Drive টি  Select করতে হবে।

৩।এবার নিচের চিত্রে দেখানো জায়গা থেকেCluster Size 16KB  Select করতে হবে।

৪। ।এবার নিচের চিত্রে দেখানো জায়গাতে ক্লিক করে পিসিতে থাকা ISO ফাইলটি  Select করতে হবে।

৫।সর্বশেষে Start বাটনটিতে ক্লিক করে কিছুক্কন অপেষ্কা করলে কাজ সম্পন্ন হয়ে যাবে।
***কাজটি করতে সমস্যা হলে এই ভিডিওটি দেখতে পারেন


ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য। আশা করি সবার কাছে আমার পোস্টটি ভাললাগবে। ভাল লাগলে কিন্তু লিকে,Like, Comment & Share করতে ভুলবেন না।মনে রাখবেনLike, Comment & Share না করা নিচু মনের পরিচয়। নতুন নতুন পোস্ট পাবার জন্য পেইজটিতে আপডেট তাকবেন আশা করি। আজকের জন্য এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।

আমার -
Facebook: https://m.facebook.com/abu.taher.39566905?ref=bookmarks

YouTube: https://m.youtube.com/channel/UC7COj-MjQgANqeD0ymci2rg

About AT muhammad h

AT muhammad h
Recommended Posts × +

0 comments:

Post a Comment