latest Post

কিভাবে windows7 এ service pac uninstall করবেন



আজকের টিউটরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে দেখাব কিভাবে Windows7 এ Service pac(SP) ডিলেট দিতে হয়। তাহলে চলুন দেখা যাক কিভাবা করতে হয়-
আজকের টিউটতিয়ালে আমরা Service Pack1 uninstall করব-
১। Start মেনুতে গিয়ে Control Panel -এ জেতে হবে।
২। Control Panel -এ ডুকার পর বাম দিকের মেনু থেকে Uninstall an upadate বাটন্টি সিলেক্ট  করতে হবে।
৩। এবার একটি লিস্ট দেখা যাবে, এখান থেকে Service pack for Microsoft Windows (KB976932) ফাইলটি uninstall  করে দিতে হবে।
তাহলেই আপনার কাজ শেষ।
৪। এবার আপনার কম্পুটারটিকে রিস্টারট করতে হবে।ঢন্যবাদ।

ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য। আশা করি সবার কাছে আমার পোস্টটি ভাললাগবে। ভাল লাগলে কিন্তু লিকে, Comment & Share করতে ভুলবেন না।  আর এরকম নতুন নতুন পোস্ট পাবার জন্য পেইজটিতে আপডেট তাকবেন আশা করি। আজকের জন্য এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।

আমার -
Facebook: https://m.facebook.com/abu.taher.39566905?ref=bookmarks

YouTube: https://m.youtube.com/channel/UC7COj-MjQgANqeD0ymci2rg

Blog: easylearn247.blogspot.com

About AT muhammad h

AT muhammad h
Recommended Posts × +

0 comments:

Post a Comment