latest Post

টপ ১০ টি এন্ড্রয়েড আপ্পস এবং এদের কাজ



আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ।  আশা করি সবাই ভালো আছেন।  আজকের টিউটরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের পোস্টটি টপ ১০টি এন্ড্রয়েডের ওয়েব ডেভেলপমেন্ট আপ্পস নিয়ে। চলুন কথা না বাড়িয়ে এবার কাজের কথায় আসি। আশা করি সবার ভালো লাগবে। তাহলে আপ্পস গুলো কি কি-

১। kWS - Android Web Server
এই আপ্পসটির মাধ্যমে আপনি আপনার এন্ড্রয়েড ফোনটিকে একটি ওয়েব সারভার হিসেবা ব্যবহার করতে পারবেন। অন্য একটি পোস্টের মাদ্যমে তা আপনাদের দেখাব।

২। WebMaster's HTML editor
এই আপ্পস্টির মাদ্যমে আপনি আপনার HTML ফাইল এডিট করতে পারবেন।

৩। 920 Text editor
এই আপ্পস্টির কাজের WebMaster's HTML editor এর মত। তবে এটি WebMaster's HTML editor থেকে আরো বেশী উন্নত।

৪। Heaker's
এটি একটি কিবোর্ড। তবে এর বিশেষ দিক হলো এটি দেভেলপারদের জন্য বানানো হছে, তাই আশা করি বোজতে পারছেন এর ফিচার সম্পর্কে। অন্য একটি দিক হলো এর সাইজ খুবই কম এবং সাধারন ডিজাইন।

৫। VT Viwe Source
এই আপ্পস্টির মাধ্যমে আপনি যে কোন ও্যেব সাইট এর Source কোড দেখতে পারবেন।

৬। Color Picker
এই আপ্পস্টির মাধ্যমে আপনি যে কোন কালারের কালার কোড জানতে পারবেন।

৭। Fontest
এই আপ্পস্টির মাধ্যমে আপনি আপনার ওইয়েবে ব্যবহার করার জন্য ফন্ট এর স্টাইল এবং নাম জানতে পারবেন।

৮ Google Analytics


৯। Wordpress

১০। Blog

About AT muhammad h

AT muhammad h
Recommended Posts × +

0 comments:

Post a Comment